১)
কবি সবার
নট মুসলিম কবি
নট হিন্দু কবি
নট খ্রিস্ট কবি
নট গুরু
সব কবিই
গুরুদেব তুল্য।।
২)
সভ্য হওয়া
মানুষ হওয়া
জানার অধিকার
সত্যি ওয়াদা
মওলাকে মানা
কবিতা সবার
সব যুগের
সব কালের।
৩)
টাকার জন্য
মমতা পাবার জন্য
জি জি হুজুর হওয়া।
৪)
দালাল হওয়া
অন্যায় ও অন্ধ
দেশপ্রীতি, স্বজনপ্রীতি হওয়া
কবির কবিত্বকে অপমান করা।
৫)
পুরস্কার লোভী হওয়া
কবির কবিত্বকে
অপমান করা হয়।।