কিছু কথা ২
মোঃ সালেহ উদ্দিন প্রামানিক (উত্তরের পথিক)
সুবোধ হও মোর ভাইয়েরা
হও আরও শান্ত।
সন্ধ্যাকে মুই ডেকেছিলেম,
এখানেই একটু আরামের জন্য :
ভারাক্রান্ত এক পরিবেশ
ঘিরেছে নগরের সব প্রান্তে,
তাতে কোথাও জাগে আশা,
কোথাও নব নব প্রাণ।
যখন মরণশীল হয়
সব ঘৃণ্য জনতা
মাঝে মাঝে
শাসকের চোখ রাঙানি
একটু গালাগালি,
নিষ্ঠুর কশাঘাত
সবাইকে দিয়ে
আনন্দিত হয় সবসময়
কিছু কিছু মানবরুপী
হায়েনা শাসক জল্লাদের মন।।
সম্মুখে এগোয়
কিছু মানুষ আক্ষেপে,
শুধু কণ্ঠে দাসত্বের মাদুলী,
হে কষ্ট মোদের
আসো কাছে,
যে কোন সময়
করো ভ্রমণ।।
বহু দূরে দেখো
নয়ন মেলিয়া
দেখো আকাশের
ব্যালকনি থেকে,
নেমেছে বহু বছরের
পুরনো এক শ্রাবনও ধারা
সমুদ্রের গভীর অতল থেকে
অনুশোচনার মৃদুহাসি ঘটাচ্ছে প্লাবন।
মুমূর্ষু রোদ খেলা করে
এক খিলানের নিচে
নিদ্রা দিতে যায় ঘন ঘন,
পূর্বদিকে জেগে উঠে জনগন
মিছিল আর মিছিল
সরকারের সমালোচনার
জবাবের মিছিল।।
উন্নয়নের সরকার জবাবে
পেটুয়া বাহিনী
হায়েনা বাহিনী
নানা বাহিনী
রাস্তায় রাস্তায়
মৃত্যুর ফাঁদের জন্য।।
গুলি, রক্ত, বারুদ
গন্ধে মানবতা নিরবে কাঁদে
চারিদিকে সাদা কাফনে লাশ আর লাশ
কাফনের ঘর্ষণ-শব্দ,
শোন ভাইয়েরা,
মুক্ত হাওয়ায়
হায়েনা মুক্ত
রাত্রি নির্জনে
হাঁটতে চাও,
ভালো কথা
দেশ আবার
মুক্তির ডাক দিয়েছে।।