মনে হচ্ছে
কাঁঠাল রাণীর
ইউরেনিয়াম কাকু
তথ্য চোর কাকু নামক
ইবলিশ /মীরজাফরদের
নিবাচনী আমেজের
ঝকমকানি দেখলে
মনে হয় কচুরিপানা ফাঁস দেয়।।
মনে হয়
জাহান্নামে আছি
বাপই তন্ব
বাপই সব
বেটিরই রাজত্ব
আজব শয়তানের মশাল
৫০ বছরেরও গনতান্ত্রিক এমন দেশ
মোরা করতে পারলাম না।।
যেখানে শয়তান ও
তার বন্ধুদের সত্যিকারের ঠিকানা
কোথাও বিপ্লব নেই
বিপ্লব কি নিরবে
মোদের বাংলাদেশে
সামান্য টাকায় বিক্রি
আদশবান মানুষরা।।
যারা নিজেদের সত্যি সত্যিই
খাঁটি দেশপ্রেমিক ও রাজনৈতিবিদ
মনে করে
সত্যি তারা কখনও বিক্রি হয় না
রক্ত দিয়ে কেনা
বেঈমান বাংলাদেশের মাটিতে
আনাচে-কানাচেতে চাষ হয়।।