কবি বন্ধুরা
তোমরা কি দেখেছ
আমরা কিভাবে
বৃটিশদের তাড়িয়েছি
এখনও বৃটিশদের থেকে
উন্নত জাতি হতে পারি নি।।
বৃটিশ বিরোধী শহীদরা
এখনও অমর হয়ে আছে
পাকিস্তান থেকে মুক্ত হয়েছে
কিছু কিছু তাদের পুত্ররা
এখনও রয়ে গেছে
তাদের বিচার
তাদের নিবাচন
তাদের রাষ্ট্র দশন।।
অনেকে ১৫ বছরেও
নিজেদেরকে এখনও
মানুষের দল হিসেবে
প্রমান করতে পারে নি
তাদের জন্ম রাজপ্রাসাদে
এখন রাজত্ব বঙ্গভবনে
বাতাসে বাতাসে স্যাংশন স্যাংশন শব্দ
চারিদিকে অবরোধ ও স্যাংশন ভয়
করার কিছু নাই ।।