আল্লাহ মোদের মালিক
তিনি একমাত্র খালেক
ঘুম-আরাম নাহি তার
সবার উপরে পাওয়ার
সব সময় আল্লাহর
সামনে- পিছনে তিনি
একমাত্র মালিক সুপারিশকারী
তিনি একমাত্র মহান
তিনি একমাত্র গরীয়ান
সকালে ও শয়নে
আয়াতুল কুরসি পড়রে
শয়তান পালাবে ভাইরে
কবরের আযাব মাফরে।।