পাতানো ফাঁদ
পাতানো নাটক
আমাদের বাংলাদেশ
আজ আটক
নিবাচন নিবাচন নামের
সিলেকশন সিলেকশন
লোক দেখানো
চিরকাল স্মরনীয় প্রহসন।।
ন্যায় বিচার পাওয়া
সবার অধিকার
কিছু আজ
সারা বিশ্ব দেখল,
বিখ্যাত মানব
তারাও বিচার পায় না
বিচারবিভাগ, পুলিশসহ
একক দলের সব প্রতিষ্ঠান
এক দলের ধজাধারি
বাপবেটি সংগঠন ও সাংস্কৃতিক কেন্দ্র ।।
সামনে ভোট
জনগণ আটক
জোর করো ভোট চায়
বন্দুক, জেলের ভয়
গুমের ভয়,
প্রাণ নাশের ভয়
বার বার দেখায়
চোরের চুরি করার কৌশল
ভোটের দিন দেখবে
বাংলাদেশের অত্যাচারিত নিপিড়ীত জনগণ।।