নৈতিক শিক্ষা আজ
নানা পাঠ্যবইয়ে
অবাধ নগ্নতা ও যৌনতা
নানা মোড়কে
শিল্প ও পেশার নাম দিয়ে
তাদের চরিত্র আর
রাজনীতিবিদদের চরিত্র একই
আজেবাজে শিল্পীদের অহংকারের শেষ নাই ।।
গণমাধ্যম আজও
নানা টকঝালে
বিকৃত রুচির বিনোদন কেনদ্র
জনগণের কন্ঠ
নামে মাএ
শাসক না হয়
কোন একক গোষ্ঠীর ধজাদারী।।