কিছু কথা ৩
মোঃ সালেহ উদ্দিন প্রামানিক (উত্তরের পথিক)
১)
কেউ পার পাবে না
যত কর ছলাকলা
কৃতকর্মের জবাবদিহিতা
আবশ্যক আবশ্যক বন্ধুগণ
আললাহর রহমত
আশায় আশায়।
দুশমনকেও সালাম
আত্নীয়কেও সালাম
পুরাতনকে সালাম
নতুনকেও সালাম।।
২)
চিন মওলারে
চাও তার কাছে
জানো তোমার
কাছের বন্ধুকে
পরম বন্ধু
সবসময়ের বন্ধুকে।
বিদায় বিষাদ
স্বাগত বিষাদ
তোমরা মনে আঁকো
মাঝে মাঝে
নানা রঙের তুলিতে
নানা সুখের ছবি
মায়ার বেড়াজালে
দেয়ালের কড়িকাঠ দিয়ে।।
৩)
মনে হয় মোর
তোমরা আঁকো
আমার ভালবাসার চোখ দিয়ে
তোমরা নও সম্পূর্ণ
দুঃখটা থাকবেই
কেননা চিরন্তন স্মৃতি ও সাথী হয়ে।
কেননা দরিদ্রতা
আল্লাহর শুকরিয়ার আদায়ের।
তোমাকে দেওয়া উপহার
যা নাজাতের জন্য
অশেষ মেহেরবান।।
৪)
ফিরিয়ে দিয়ে কী লাভ বল!
এক টুকরো হাসিতে
দুঃখ কষ্ট ভুলে থাকো
আললাহ সত্যি মেহেরবান।।