আনচান করে
অবিরত মোর মন
অবশেষে মনে হয়
৭ ই জানুয়ারি'২৪।
হিটলার, মুসোলিনী
স্টালিন, মা সে তুং
কখনও কুখ্যাত
কখনও বিখ্যাত
ডামি নিবাচন বাংলাদেশে
অমরত্ব হয়ে রবে
পৃথিবীর বুকে।।
নিবাচন নামের
অশান্তি সিলেকশন
পাতানো ফাঁদ
পাতানো নাটক
গনতন্ত্র আটক
হাজারো বছরের
হাজার শহীদের
কথার পাতানো ম্যাচে
মানবতা, গনতন্ত্র, জবাবদিহিতা
সত্যিই কলুষিত।