ডামি নিবাচন
কিংস পাটি নিবাচন
ভুয়া ভোটে???
একক দেবীর আরাধনা!!!
একক দেবীর পূজা পার্বণ!!!!
আজকের বাংলাদেশে।।
জয়ের উৎসব কোথায়?
ভুয়া ভোটে এমপি হয়ে
চোখে পানি
গিলসারিন দিয়ে
নানা ধরনের মন্তব্য
সব দোষ নন্দ ঘোষের
গোয়েন্দা তথ্য থাকার পরেও
রেলে,বাসে,টাকে আগুনে
নানা জঙ্গি হামলার নাটকে
সব দোষ নন্দ ঘোষের
নিবাচনে মারামারি
নিজ নিজ দলে ।।
জনগণের টাকায়
মহাহরিলুটের রঙ্গশালা
নৌকার জন্য
মনে হয়
সব জায়েজ।।
৭ই জানুয়ারি ২০২৪
বাংলাদেশের আবার গনতন্ত্রের
গনহত্যা দিবস
জাতি বেশ্যা বেটিরে
আজীবন ঘৃণা করবে।।
হতাশা আর তামাশা
দেশ ও জনগণের সাথে
ইস্ট ইন্ডিয়া কোম্পানির
উওরাধিকারী আজ
ভারত, চীন,রাশিয়া
মোদের বাংলাদেশে।।
ভারত,চীন,রাশিয়ার দালালরা
স্বামী, স্ত্রী, বন্ধু
নানা উপনামে
নানা ধরনের
ব্যবসা ও বিনিয়োগে
নানা রঙের
নানা বিপ্লবের
জীবন ধ্বংস ঋণে
নানা মেগা প্রকল্পে
ভেলকিবাজির নানা রঙের
আজব উন্নয়নের রং তুলিতে।।