প্রতিবাদ আজ
আগামীকালের জন্য নয়
অপরের সাথে
অন্যায়ে তালি দিও না
নেতারা চুরি করবেই
সরকারী কর্মকর্তারা ঘুষ খাবেই
দোকানীরা অবোধ্যভাবে
কারনে বেকারনে দাম বাড়াবে
আজও নিম্ন মন মানসিকতা
কিছু কিছু রক্ত ক্ষরণ ।।
সব দেশে রমজানের
দাম কমে
মজার বিষয়
পরিবর্তন দরকার
সবসময় প্রতিবাদ
তবুও কিছু কিছু রক্ত ক্ষরণ ।।
এতো সাদা, কালো গজব বাবারা
ভাষনে বাজিমাত বাবা
শেয়ার বাজার খেকো বাবা,
বন খেকো বাবা,
করুনার টিকার চোর বাবা
আদানীর মত
বিদ্যুৎ চুরির আজব বাবারা
আজব অলির বেশে মোদের বাংলাদেশে
তসবী আর জায়নামাজে ছবিতে
নানা দেশের রাষ্ট্রনেতার সাথে
আজব ভঙ্গিতে ছবিতে
তেল আর তেল চলে
আজ সব সংসদে ও
নানা সংবাদে
করার কিছু নাই
তাই কিছু কিছু রক্ত ক্ষরণ ।