আজ মানব মনে
শুধু রক্তক্ষরণ
জীবন যায় যায়
শুধু ক্রসফায়ারে আর
শুধু আত্মহত্যা বাঁকী।।

শাসকরা নিজ নিজ
নব নব প্রলাপে
নব নব প্রকলপে
বাহারী মোড়কে
জনগণের মনে
রক্ত ক্ষরণ।।

দুনীতিতে বিশ্ব রেকর্ড
পাতি নেতা
আজ হাতি
সাথে বাবার কোট
সাথে বাবার কীতন
আজ দেশে
গজব শাসনামলে
বাপ ছেলের কীতনে কীতনে
টাকা পাচারে বিশ্ব রেকর্ড
নাই বিচার
শুধু রক্ত ক্ষরণ ।।