বাংলাদেশের সবাই
মনে হয়
জান্নাতে আছে
কিছু শাসকের
চামচারা মনে করে
কিছু কিছু রক্ত ক্ষরণ।।

বাংলাদেশের নেতা ও আমলাদের বলব
ঘুষ ছেড়ে দেও
সম্পদ বৃদ্ধি কমাও
তোমরা একটু মানুষ হও
আসল ও খাঁটি মানুষ হও
বাংলাদেশের কাদামাটি
গায়ে মাখো
গরীবের সাথে মিশো
মধ্যবিও হয়ে দেখো।

কিছু কিছু রক্ত ক্ষরণ
গেরামে যাও
কৃষকের সাথে
মন খুলে
কথা বল
তবে বুঝবে
মুখে ফটর ফটর
করলেই নয়।।

এমন দেশ কি
মোরা কখনও চেয়েছিলুম!!
শুধু রক্ত ক্ষরণ
মনে, দেহে
আজ সমগ্র বাংলাদেশে।।