মোঃ সালেহ উদ্দিন প্রামানিক (উত্তরের পথিক)
#
সবার জীবনে এমন একটা
সম্পর্ক করা উচিৎ
সত্যি, যার সাথে সকল
কিছু শেয়ার করা যায়।
মারাত্মক রাগ করা যায়,
অনেক অভিমান করা যায়,
বেশি বেশি ঝগড়া করা যায়।
কিন্তু তাকে কখনোই
শত চেষ্টায় ভুলে থাকা যায় না।
#
তোমার সুখের জন্য
যদি তোমাকে ভুলে যেতে হয়,
তাহলে আমি ভুলে যেতে রাজি…
ভুলতে হয়তো বা কখনও
কোনদিনও পারবো না,
সত্যি,ভুলে থাকার
অভিনয় করতে পারবো!
#
সবাই বলে
ভালবাসা হল
এমন একটি জিনিস যা
মন এর বিশ্বাসের উপর নির্ভর,
কারন বিশ্বাস থেকে তৈরী হয় ভালবাসা,
যদি সেই বিশ্বাস কখনও কখনও
একবার ভেঙ্গে যায়
তাহলে সেই ভালবাসা
পরিণত হয় কষ্টে।।
#
কিছু একটা কথা বলি
মনের আবেগে বন্ধু
শুধু তুমি আছো তাই,
আমি কথা খুঁজে পাই,
দূর হতে আমি তাই,
তোমায় দেখে যাই
তুমি একটু হাসো তাই,
তখন আমি চাঁদের
মিষ্টি আলো পাই।
#
অনেকে বলে
প্রথম দেখায় কখনো
ভালোবাসা হয় না
যা হয় তা হল ভালো লাগা
আর সেই ভালো লাগা
নিয়ে ভাবতে থাকলে
সৃষ্টি হয় ভালবাসা।
#
কখনও আমি চাইনা
তুমি আমাকে বার বার
বলো আমি তোমাকে ভালোবাসি,
কিন্তু আমি চাইছি,
তুমি আমার জন্য
বেশি নয় গো
একটু অপেক্ষা করো,
আমি বলছিনা তুমি
আমাকে অনেক ভালোবাসবে
সত্যি, আমি বলছি তুমি
আমাকে একটু সুযোগ দিও
তোমাকে মন উজার করে ভালোবাসতে।।
#
আমি মুগ্ধ হয়ে বলছি
আমি সেই সুতো হবো ,
যে তোমায় আলোকিত
করে নিজে জ্বলে যাবো…
আমি সেই নৌকো হবো ,
যে তোমায় পার করে
নিজেই ডুবে যাবো…
হবো সেই চোখ যে
তোমায় দেখেই বুজে যাবো।।
#
হবো সেই সুর যে
তোমায় মাতিয়ে করুণ হবো,
হবো সেই চাঁদ যে হয়ে গেলে আধ ,
তোমাকে আলো দেবে
দিন ফিরে এলেই
আবার ফুরিয়ে যাবো ,
শুধু সত্যিকারের ভালোবেসো আমায়।।
#
মনে হয়
ভালোবাসা হল প্রজাপতির মত…
যদি শক্ত করে ধর মরে যাবে…
যদি হালকা করে ধর উড়ে
যাবে আর যদি
যত্ন করে ধর কাছে রবে।।
#
মনে কর
ফুল লাল, পাতা সবুজ,
এখন,মনবকুল মন কেন এতো অবুজ।
কথা কম কাজ বেশি,
মন চায় তোমার কাছে আসি।
মিষ্টি মেঘ চায় বৃষ্টি,
মিষ্টি চাঁদ চায় নিশি,
আবেগী মন বলে
আমি তোমায় অনেক ভালোবাসি।।
#
আমি এখনও
মনে করি
তুমি সেই স্বপ্ন পরী,
যাকে নিয়ে স্বপ্ন দেখি,
তুমি সেই অনুভুতি,
যাকে নিয়ে আমি অনুভব করি,
তুমি সেই প্রেমিকা
যার ভালোবাসার
সত্যিকারের আবেগী ছন্দের প্রেমিক আমি।।