আজ অপরাধ
হয় না বিচার
পুলিশ আর
সরকারী দলের ক্যাডার
হয় না বিচার।।
সাবেক ও বতমান
বিচারপতি আড্ডা
সরকারের গুন কীতন আড্ডা
মেয়ে ছেলেদের ভবিষ্যতের
নানা ফন্দি ফিকির ভাবনা।
ইবলিশ বাপের
জারজ সন্তান
ভুয়া নিবাচনে
আবার কাঁঠাল ভাংগার তালে
স্যাংশনে স্যাংশনে
শাড়ি কাপড়
ঠিক নাহি থাকে।।
ভোট দেব না
ইবলিশ বাপবেটিরে
গনতন্ত্র নেই
গনতন্ত্রের কন্যা
বলে কোন জারজে।।