(১)
আবারও আসলো ভাষার মাস বন্ধুগণ
নব নব বাহারি পোশাকে বন্ধুগণ
ভাষার ব্যবহার, চচা, উন্নয়ন নাই ব্যথা
বিদেশি ভাষার বেশি বেশি অপচচা
সবাই বন্ধু নাই দুশমন
তবুও হয় না মোরা সচেতন
সারা বছর ভাষাকে খুন করে
ফেবয়ারী মাসে সবার মায়াকান্না বাড়ে
ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে
প্রশংসায় সবঅভিভাবকের মুখে খয়ফুটে
মাতৃভাষায় পাঠ কি মহাসবনাশ!!!
সরকার নয় সচেতন জনগন আরও
একুশ চেতনা ব্যবসায়িরা বার বার
গদির ঠিকাদারি এক দল এক ব্যওির।
(২)
অপসংস্কৃতি অপসভ্যতা ধ্বংস করছে
ভাষাকে, সরকারকে,জনগনকে
এসো নবীন,এসো তরুন,এসো প্রবীণ
ভাষাকে বাঁচা, চেতনা ব্যবসায়িকদের কবল থেকে
যারা এটা রাজনীতি করে বেঁচে থাকে
হায়েনার ছবল থেকে বাঁচাও
মাদার মাফিয়ার ছবল থেকে।।
(৩)
সবার কম বেশি দোষ দেখা যাচ্ছে
হিন্দি, ইংরেজি তে ব্যাপক ব্যবহার
কথায় কথায় বাজিমাত ইংরেজিতে
কথায় কথায় বাজিমাত হিন্দিতে
ক্যানসারের মত হয়েছে বাংলাদেশে।।