বোমাকে জিজ্ঞেস কর,
তোমার বাড়ি কোথায়?
উত্তর আসবে
আমেরিকায় /ইসরায়েলে।।
সত্যি কন্ঠ, চিরকালের তরে
বন্ধ করতে বার বার
বোমা, অবরোধ,স্যাংশন
আমেরিকার /ইসরায়েল /রাশিয়া /চীন!!!!
এরা সবাই ওস্তাদ।।
গরীব দেশগুলো চিরকাল
বার বার শোষণের শিকার!!
বার বার ছলনার শিকার
কখনও কখনও
সমাজতান্ত্রিক দেশের সরকারের
ভুল বোঝাবুঝির দশনের শিকার!!!
কখনও কখনও
পুঁজিবাদী দেশের
ভুল বোঝাবুঝির নানার দশনের শিকার!!!
আজও সব যেন ঘোলাটে
মনে হয়
আজব উন্নয়ন সংস্থার
নানা ধাপ্পাবাজির
গালগল্প সত্যি ফেলুলাস মনে হয়।।