চারিদিকে মিছিল
আর মিছিল,
নিত্য পণ্যের দাম বৃদ্ধি
রাজনীতিক বন্দী
বিনা বিচারে আটক
অন্যায়ভাবে আটক
মতপ্রকাশের জন্য আটক।
অন্যায়ের বিরুদ্ধে
রাজপথ একমাত্র সমাধান
তাই বার বার
মিছিল আর মিছিল
গনতন্ত্র উদ্ধার
অবাধ ও পুনঃ সুষ্ঠু নির্বাচন
বার বার দাবীতে
ঢাকা আজ
মিছিলের শহর।।
পেটুয়া বাহিনীর ভয়
সরকার দালালবাহিনীর
সবসময় ভয়
ব্যাংক লুটেদের ভয়
বাংলাদেশকে লুট করছে
সবসময় যারা
তাদের ভয়
বার বার
তবুও মিছিল চলে
বৃটিশ গেছে
পাকিস্তান গেছে
ভারতের হায়েনারা যাবে
বার বার বলি
ইনশাআল্লাহ বাংলাদেশ
দালাল মুক্ত হবেই।।