আজ সময় এসেছে
সবাই এক হয়
শুধু মাএ
মাতৃভূমি রক্ষায়
গনতন্ত্র রক্ষায়
দেশে ভোটের অধিকার ফেরাতে।।
সবাই হাতে নেও
মুক্তির মশাল
ধম বণ গোএ
সব ভুলে
দেশের জন্য
মানবতার জন্য
মাফিয়া হটাও
ভারত স্বামী হটাও
ভারত দালাল হটাও।।
আবার গজে উঠি
ভারত হটাও
শুধুই প্রতিবেশী
নট বন্ধু
নট আপন
সবাই করি
ভারতের সব পণ্য বজন।।