আসুন বন্ধুরা
সবাই শপথ করি
মানবতা, গনতন্ত্রের জন্য
আজীবন সংগাম করব।।
হোক মহান নেতা,
হোক খেতা বালিশ
আসল মুক্তি
আসল পরিচয়
সবাই মানুষ।।
মানবতা, গনতন্ত্র, ন্যায়বিচার৷,
সাম্য,জবাবদিহিতা আগে
আবার গজে উঠি
গনতন্ত্র উদ্ধার করব
মোদের বাংলাদেশের
জমিনের জন্য
আসুন সবাই সচেতন হই।।
বাংলাদেশের গনতন্ত্রের জন্য
বিষফোঁড়া আসলে ভারত
ভারতকে ঘৃণা করি
ভারতকে না বলে
ছি, ছি, ছি
ভারত তুমি
আবার মানুষ হও।।