(১)
নব নব কিতাবে সয়লাব
আবার আসল বইমেলার উৎসব
বইয়ের স্টলগুলোতে ভিড় কম
ফুসকা,বিরানী,ফাস্টফুডে হরদম
বইপড় জ্ঞানের সমাজ গড়
নবীনের  প্রবীনের মেলায় হায়
বইয়ের দিকে নজর নাই
গালফেনড বয়ফ্রেন্ডে সয়লাব হায়
আজেবাজে আড্ডায় বাহারি খাবারে
দাওয়াত মনে হয় বইমেলায়।
(২)
অদ্ভুত দর্শন আজব বাংলাদেশে
বেড়েছে পাগল ছাগল হারেহারে
করছে বিড়াল কুকুর পালন
মনেহয় লোক দেখানো লালন
সেকেন্ড সেকেন্ডে ছবি ছাড়ে
লোকদেখানো মায়ামমতা আরও বাড়ে
শাসক দল করে ছাগললামী
জনগন করে অতিরিক্ত পাগলামি
মিথ্যার দেবীর মিথ্যার ঝুড়ি
করেছলনা জাতির সাথে কাঁড়িকাঁড়ি
লোক দেখানো কাজ এড়িয়ে
মন থেকে ভালোবেসে এগিয়ে।

চলমান............