(১)
প্রতিদিন খুব সকালে উঠে
নানা কায়দা কানুন ব্যায়ামে
শরীর চচার নানা ছলে
জমে উঠেছে আড্ডা আড়ালে।
(২)
চিড়িয়াখানা, পাকে কী হচ্ছে
মাঝে  চোখ অন্ধ হইজে
নব সাজে নব যুগলরা
করছে নোংরামি বাদরামী তারা।
(৩)
নানা দলে নানা মতে
আজ গনতন্ত্র লাশের মোড়কে
দায়ী শুধু ব্যথ মোদের
চামার, মোনাফেক,মীরজাফর রাজনীতিবিদরা।

চলমান... …......