হৈচৈ হৈচৈ হৈচৈ
পাগলের মিথ্যা বয়ান
পাগলের হাসি
মনে মনে আর
গহীন অন্ধকারে

কিছু কিছু
কখনও ছাড়ে না
সবার পিছু পিছু।।

পিটার হাসকে নিয়ে
এতো তামাশা
তারেককে নিয়ে
এতো তামাশা
আমেরিকাকে নিয়ে
এতো তামাশাভরা।।

তুমি নিজেই ইবলিশ
অপরকেও কি
ইবলিশ মনে কর!!
নানা প্রচারে বলছ তোমরা
নিবাচন তো হলেই গেল।।


তাতে কি
তোমরা কি সুখী বা খুশি
কিন্তু পেটে কসা তোমাদের
সময় বলবে ইনশাআল্লাহ ।