সবার কি হল!!
এমপি হতে চায়!!
পাওয়ার পেতে চায়
বিনা ভোটের এমপি!!
সম্পদের কুমির হতে।
সমাজের বেশ্যারাও!!
আর এগিয়ে
শরীর দিয়ে হলেও
তাদের এমপি হতেই হবে!!
আজব গজব উন্নয়ন কন্যার
বাসার কেয়ারটেকার
বাসার ঝাড়ুদার
আত্নীয় স্বজন
সবাই আজ
বিনা ভোটের এমপি।।
আজব গনতন্ত্রের লেবাসে
বার বার বাকশাল
গনতন্ত্রের কবরস্থান
বার বার বাকশাল
নষ্ট হৃদপিণ্ডে
বার বার বাঁচার
নিছক বিনোদন।।
তারা গনতন্ত্রের ছবক দেয়
মানবাধিকারের ছবক দেয়
উন্নয়ন উন্নয়ন
শব্দে কান
আজ পঁচে গেছে।