ঝামেলা আর ঝামেলা
নিবাচন আসলে
তৈরি হয় নানা ঝামেলা
নানা পাপী গনতন্ত্র /অবনত হায়েনারা
তাতে আর ঘি ঢেলে দেয়।
আশেপাশের দাদারা
নানা অভিনয়ে
তলে তলে
নিবাচনের গাছের গড়া কাটে।।
কেউ কেউ বাপ নামে
নানা উন্নয়ন তসবী গলায়
দেশ বিপদে
জনগণ বিপদে
উন্নয়নের ধজাধারীরা
যদিও তাদের
ভোটের দরকার হয় না
না ভোটে সরকার হয়ে যায়।।