ভোট চোরের
সিলেকশন খেলা
তাতেও রক্তপাত
রাজনৈতিক ছলনা
নানা মীরজাফর, জগৎ শেঠ
টাকা কামানোর পালা।
শপথ করে
নতুন নতুন সরকার
ছলনা আর ছলনা
জাতির সাথে
বেঈমানী বারে বারে
সিলেকশন খেলায়
৩% ভোট হয়েছে
কিনা সন্দেহ
বিশ্বমিডিয়া বলছে
এতো প্রাণ গেল
বিচার নাই
ভুয়া বিদেশি
ভোট পযবেখক
সরকার গঠনে সহযোগিতায়
ভারত,রাশিয়া,চীন।।
জনগণ আজও
অবহেলার শিকার
বিচার নাই
ভোট নাই
চাকুরী নাই
খাবার নাই
ব্যাংকে টাকা নাই
রফতানি নাই
ভোটের সরকার নাই।।