শোন বন্ধুরা;
নিজনতা পছন্দ কর
মনে অনেক শান্তি পাবা ইনশাআল্লাহ।
শোন বন্ধু ;
বেশি বেশি আললাহকে
সবসময় ভয় কর
তবেই শান্তি পাবা ইনশাআল্লাহ।
শোন বন্ধুরা;
দামী পোশাক ও সুস্বাদু খাবারে
বেশি বেশি আগহী হয়ো না।।
শোন বন্ধু ;
দুটি বস্তু সবার হৃদয় ধ্বংস করে
১) অধিক ভজন
২) বেশি বেশি শয়ন
তাই সাবধান হতে হবে।।