শীতের গরম হায়
গ্রীষমের গরম হায়
অনেক পাথক্য হয়
দুইদিকের দুই বিষয়।
বাংলার মানুষ বাঁচে
তবুও অনেক আশায়
কখনও কখনও হারাম
উন্নয়নের লুটপাট হরদাম।
ঘরে বাইরে কোথাও
কোন জায়গা নাইরে
আজব বাপের কীতনে
গজব বেটির কীতনে।
এককাজকে দশগুন করে
উন্নয়নের ফিরিস্তি করে
জনগনের টাকা হরিলুটে
চোর বাটপাররা গদিতে।।
বাপের কল্পনায় সব
বাপের প্রেরণায় সব
গালগল্পে ছয়লাপ চারিদিকে
বাপের কীতনে হায়রে।
জনগন হরিদাস পাল
উন্নয়নের চোরেরা দাপুটে
গনতন্ত্র পুলিশের বুটেরতলায়
বাপবেটির কোটের পকেটে।।
আমলারা আরামে সবজায়গায়
মজেআছে বাবার কীতনে
সবখানে জোর করে
বাপের ক্যাপসুল চলে।
বাপের কীতনে হায়রে
দেশ গেল রসাতলে
হুশ হচ্ছে না
টনক নড়ে না।
গুলি চলে রে
জনগন মরে রে
বাপের কীতনে মজেরে
আবারতোরা মানুষ হও-রে।