ইচ্ছে আর ইচ্ছে
সবাই ভাসিয়ে দিচ্ছে
কারো নতুন বাড়ি
আমারও চাই বাড়ি
কারো নতুন নতুন
নিত্য যন্ত্রণাময় স্বপন
আমাদেরও ইচ্ছে তেমন
অপরের ইচ্ছে আবার
অপরের থাকনা আবার
বাড়াবাড়ি ;অসম পতিযোগিতা
আমার হাসি থামেনা
মানুষ আর মানুষ
কবে হবে হুঁশ
তবে কম হাসি
সামনে দূভিখ আসছে
মহাবিঞানী হাসিনা বলেছে
কম খাও ভাই
কম ঘুমাও ভাই
কম বিদ্যুৎ তাই
কম হাসো ভাই
হাসিতেও দূভিখ তাই
কিছু বলার নাই
কিছু করার নাই
জয় সোনার বাংলাদেশ
কম হাসতে হবে আদেশ
আমিন আমিন আমিন।।