বাংলায় সকাল হয় বন্ধুরা
মনে হয় ঘুমন্তনগরী বন্ধুরা
কুরআনের আওয়াজ কম শুনি
সারারাত ইন্টারনেট ব্যবহারে আহাজারি
ঘুম ঘুম চোখে উঠে
সকালহয়েছে কি মোবাইল দেখে
জাতির পতন জাতির পতন
নানা অপ ইতিহাসে পতন
খাঁটি খোঁজে নহে হিড়িক
মাটির গন্ধে নহে হিড়িক
অপপ্রচার গালগল্প বাপ গল্প
উন্নয়নের গালগল্প খোশগল্প হায়রে
জনগন ছলনার শিকার হায়রে
বাপের চামচার বেটির চামচার
চাটুকারেরা রাজত্ব করে হায়রে
কে সাধু কে বেয়াদপ
কে বীর কে শয়তান
আসো নবীনরা ষড়যন্ত্র সচেতন
নব নব উথানে আগুয়ান
পড় বন্ধু জানো বন্ধু
কে আপন কে শএু
খাঁটি খোঁজে মাটির গন্ধে
আসো বন্ধু জানো বন্ধু।।