করিম চাচার চায়ের দোকান
মোঃ সালেহ উদ্দিন  প্রামানিক (উত্তরের পথিক)

করিম চাচা
পরিচিত নাম চা চাচা
ওঠে রোজ
সকাল বেলা ।
কাজের বেলা
নাহি হেলা
দেখি আর
অবাক আবার
সিংড়া,শামুচা,ডালপুরী
বেচাকেনায় হামাগুড়ি।

চায়ের দোকান
মাএ একখান
ভিড় সবসময়
চাচা ঘামে সবসময়
বয়স ৬০ তার
তবুও মজবুত হাতিয়ার।

যখন গেরামে যায়
চাচা ছালাম জানায়
মোরে আগে বার বার
শত চেষ্টায় বিফল আমার
চা পান করি
চা না যেন, অমৃত পান করি।

শত কষ্টেও চাচার মুখে
হাসি ফুটে যায় চাঁদ মুখে
চেয়ারম্যান মেম্বার নাহি চিনে
সবাই করিম চাচার চায়ের দোকান চিনে।।