সূর্য মামা
কানা মামা
ঠান্ডাতে মামা
হয়েছে কানা
আমাদের সূর্যমামা।।
চরম ঠান্ডা
চাই গরমআনডা
শীত পোশাক
হয়েছে আকাল।
গরীব মরে
গরীব মরে
ঠান্ডা মামা
সূর্য মামা
ঝগড়া নাথামে
কাঁপা-কাঁপি
দাপা দাপি।।
কাজ হয়না
চলে বায়না
পোশাক দেওনা
ঠান্ডা মামা
সূর্য মামা
কাঁপা-কাঁপি ঠান্ডা
জীবন বাঁচেনা।।