কবিতা কোন মানবতাহীন গজব পরিবার
কোন গজব দলের তোষামোদের
জি হুজুর জি হুজুর কথামালা নয়
কবিতা রচনাশৈলী শুধু মানবতার তরে।।
আমি কি লিখব কবিতায়
অনেক তো লিখলাম
এতো ব্যান
এতো ব্যান
মোর কবিতা
এতো অবজ্ঞা
মাঝে মাঝে
একটু সম্মান।
আজ অনেক ক্লান্ত
আজ নিরব
হতে ইচ্ছে করছে।
এতো ঘাম ঝরল
কবিতা রচনাশৈলীতে
সফল না বিফল
সম্মান না অপমান
আমার কথা
দেশের কথা
মানবতার কথা
ইসলামের ধর্মীয় বিশ্বাসের কথা
চিরন্তন সত্যি কথা
বার বার বলতে
চেষ্টা করেছি
অনেক ইচ্ছে ছিল।।
মওলা মোর ইচ্ছা
মানবতার জয় হউক
ইসলাম সবাই জানুক
ইসলামই একমাত্র সমাধান।।