কে কাক আর কে কোকিল
মোঃ সালেহ উদ্দিন প্রামানিক(উত্তরের পথিক)

১)
যে কোন আজব দেশে
ঘটে রটে সবসময় আজব ঘটনা
ধামাধরা সরকার
তাবেদার সরকারের
অসাধু লোক,রুপকনাম
কাক বা কাউয়া।।

২)
কাককে দেখলে তোমরা
দেখলে সবসময়
নিরীহ মনে করবে
কিন্তু ম্যাজিক অন্য জায়গায়
কিছু বদমায়েশ কাকের দলে মিশে গিয়েছিলো
কিছু গানের মিষ্টি  কোকিল পাখি
দোষ কারে দেব
বল বাংলার বন্ধুরা
মনে ছিলো তার কোন মতে কোনো ছলে
শেখা যায় যদি জীবিকার নানা ফাঁকি।

৩)
কোকিলেরা সুবিধাবাদী চরিত্রের
শুধু নেওয়ার তালে তালে
তার গান ছাড়াও আছে
আজব বুদ্ধির নানা খেলা
দেখাবে সে এই চালাক কাকের ভিড়ে,
পার হয়ে দেশের ও মানবতার অবহেলা
অত্যাচারী স্বৈরশাসকের চিরচেনা
আজব উন্নয়নের নব নব ছবকে
কখনও  কখনও কোকিলের
কন্ঠ সাধবে প্র‍ভাতের বুক চিরে।

৪)
দেশের সুশীতল বাতাস বার বার
ফিরে পেতে চায় মানবতা
ও গনতন্ত্রের জয়গানে
দেশপ্রেমিক নামের মানবহিতৈষী  
সত্যিকারের  মায়াবী গান
জন জীবনের কোলাহলে ভয় পেয়ে
ধুলোয় হাওয়ায় কেবলি যে অপমান
মানবের শাসকের রুপকে
কাক ও কোকিলের কলহ
আকাশের পাতালের সবখানে ।

৫)
কাকেরা যে বোঝেনা
মায়বী কোকিলের গানের ভাষা
রুক্ষ পালকে তীব্র‍ কন্ঠে হাসে
কখনও কখনও বা মাঝে মাঝে
গানের পাখির নিভে যায় কত আশা
মিষ্টি  সুর ও  শান্তি
সবুজের শান্তির নীড় বাংলাদেশে
একদিন ফিরে আসবেই ইনশাআল্লাহ।।

৬)
মানবতার গাছে দুঃখের নানা অভিযোগ
তারপর থেকে শোনা যায় রোজ রোজ
নব নব হায়েনারুপী শাসকের
কাক কোকিলের যুদ্ধে
শাসক বা শোষিত জনগন
কখন, কিভাবে, কার দ্বারা
কার সঙ্গীতে কাঁপে মানবতা
কার কোন নিয়ত
বার বার ছলনায় শিকার
শাসকের নিন্দিত
অপঘাত বার বার
মানবতা কাঁদে সবসময় হৃদয়ের নির্যাসে??
কে কাক আর কে কোকিল???
অনুসন্ধানে গোয়েন্দা দরকার হয় না
দরকার মানবতার চোখ
দরকার ঈমানী শক্তির।।