চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে
সবাই যুদ্ধে জড়িয়ে পড়ছে
হিটলার, মুসোলিনি,সটালিন, মা সে তুং
এসব নেতা থাকলে
বিশ্বকে প্রতিদিন যুদ্ধ
দেখতে হত
কোন মাফ নাই।।
তবুও যুদ্ধ থেমে নাই
শক্তিশালী দেশরা
নানা কায়দায়
নানা গরীব দেশে
যুদ্ধ চালু রাখছে
নানাভাবে চলছে
নানা আধুনিক সমরাস্ত্রের ব্যবসা।।
হালাকু, চেঙ্গিসরা
হিটলার, স্টালিনরা
বার বার জন্ম হয়
মানবের কল্যাণে
নচেৎ প্রাণ নাশে বার বার।।
আবার যুদ্ধ আসছে
তোমরা তৈরি থেকো
রক্ত আর কত রক্ত
মানবরা দেবে
যুদ্ধ থামাও
নচেৎ মানব সভ্যাতার
ধ্বংস অনিবার্য
আললাহ সবাইকে
শুভবুদ্ধি দেও
আমিন আমিন আমিন।।