যখন আমার ভালোবাসা সস্তা

##
যখন আমি গরীব
ভালোবাসি ধনীর দুলালীকে
সত্যি গো সময়ের আমিই মালিক নয়
আমারই দখলে নাই দুনিয়া ও দুনিয়ার সব
আমি পথিক হয় যাইতেছি
আমার কাজে
মওলার রহমতের
মোর নাজাতের তরে
শুধু মোর মওলার জন্য ভালোবাসা নিবিড়।।

##
যখন আমি ভালোবাসি
তখন আমি হয়ে যাই কৃপন
দ্রবীভূত আলো—
মম কবিতার খাতা হয়ে ওঠে
বার বার দেহবিলাসে
খুঁজি লজ্জাবতীর ঝোঁপ, নানা বাগান
সত্যি, যখন আমার ভালোবাসা সস্তা !

##
যখন আমি ভালোবাসি,
আমার আঙুল হয় কাঙাল
অনন্ত এক ঝর্নাধারার উত্‍স
আমার জিহ্বায় গজিয়ে
ওঠে সবুজ ঘাস,
যখন আমি ভালোবাসি,
পৃথিবীর সময়চেতনার
বিপরীতে তখন, আমিই হয়ে উঠি অভাগা
মোর পাপ আর পাপের এক মহাকাল
সত্যি, যখন আমার ভালোবাসা সস্তা !

##
যখন আমি  নারীকে ভালোবাসি
মোর তখন সমস্ত বৃক্ষ খালি পায়ে
আমারে আড়াল করে
সে আগে আগে ছোটে
সত্যি, যখন আমার ভালোবাসা সস্তা !