ঘুম থেকে দেরিতে
উঠে আবার তাড়াতাড়িতে
নামাজ আদায় আগে
ওভাগার কপালে কিগো
নামায়ের সময় নামাজ
কাজের সময় কাজ
দেশ নিয়ে চিন্তা
ঘুম হয় না
গনতন্ত্র জনতন্ত্র নাই
বাপ বাপ বাপ
জয়ধ্বনি হায় হায়
সোনার যুগ হায়!!!
মাদার মাফিয়া তায়
বাকশাল ও তায়!!!
মানুষ মরে হায়
বাপনীতি পেটনীতি চায়!!!
যায় না বলা
সহ্য হয় না
মরনও হয় না
ব্যাংক আছে ভাই
টাকা থাকে না
রিজার্ভ শুনি ভাই
রিজার্ভে টাকা নাই
নিবাচন হয়না
ভোটদিতে পারি না
উন্নয়নের মায়া কান্না
মুলা দিয়ে রান্না
মনএীএমপি খায় না
বিদেশ ছাড়া চলেনা
কিছুবলা যায় না
সত্যিবলা যায় না
ডিজিটাল নিরাপত্তা আইন
মাফিয়া সরকার আইন
যায় না বলা
গদি সরকার সামলা
মিছিল হয় হায়
নাটক হয় হায়
সরকারমিছিল কোন আইন
সরকার বিরোধী মিছিল
আইন আর আইন
যায় না বলা
যায় না বলা।।