হায়েনা শাসক ও জনগণ ১
মোঃ সালেহ উদ্দিন প্রামানিক (উত্তরের পথিক)
চারিদিকে মিছিল
মুক্তির ডাক
গনতন্ত্র /জবাবদিহিতা
মুক্তি পাক।
ক্ষমতা চিরস্থায়ী নয়
মাদার অফ জালিম
দিচ্ছে নানা তালিম।।
আমি তোমাদের ডাকি
মানুষগুলোর দিকে হায়েনা শাসক
ছুড়েছিল তাজা গুলি
ঠিক ১৯৭১ সালের মতো
যারা গোর দিচ্ছিল মৃতদের
কাফনজড়ানো শরীরের তলায় আরও শরীর।।
মনে করিয়ে দেয়
১৯৭১ সালের
সাধুবেশি ভন্ড নেতাদের
পালিয়ে ছিল,ধরা দিয়েছিল
সামান্য গোশত রুটির জন্য
তারা লাশ দেখে নি ১৯৭১ সালে
কলকাতা, করাচী
আনন্দ বিহারে।।
তারা গনতন্ত্রের লেবাসে
১৫ বছর জালিম হয়ে
বাংলাদেশের জমিনে
ভূতের মুখে
রাম নামের কীতনে।।
জীবিতদের নিচে শোয়ানো লাশ
মায়েদের অশ্রুপাতে ধুয়ে যাওয়া
লাশগুলোকে কি ভয় পেয়েছিল তারা
জালিমরা সবসময় ভয়ে ভয়ে
দরবেশ, ভন্ড, সাধু বেশে।।
গনতন্ত্রের কবরস্থানে
আর নয়
মুক্তি চাই
মাফিয়াদের কবল থেকে।।
যে তারা জেগে উঠতে পারে আবার
যে চেঁচিয়ে উঠতে পারে তাদের মুখ
বোনদের তারা লাঞ্ছিত করেছে
গুলি করেছে বেগুনি নেকাবে।।
শহীদের রক্তের দাগ
জালিমরা বুঝতে পারে না
বার বার গর্জে উঠে বলেছে,
চলে যাও, চোরের দল
পৃথিবী, তুমি কি ক্ষমা করবে?
এই বিধুর হায়েনা/শকুনদের
খুবলে তুলেছে সমাধির মাটি
শহীদদের মুখে দিচ্ছে কালিমা লাঞ্ছনা
তকদীর বারে বারে
দেশ বাঁচাও
জনগন বাঁচাও
মাফিয়া সরকার
পতন দরকার।।
মিষ্টি কথার
বাক-বাকুম পায়রা
কিন্তু চোরেচোরে
ষোল আনা।।
ভোট চোর
গদি চোর
বিদ্যুৎ চোর
বেগম পাড়ার ইজারাদার
বিজাভ চোর
টাকা পাচারকারী
দালাল মীরজাফরের উওরাধিকারী
গনতন্ত্র ফিরিয়ে দে
না হয় তোদের কপাল
তোদের স্লোগান
সংবিধান, নীতিমালা
সব তোদের চিবিয়ে খাব।।