কালো মেঘে
দূষিত হাওয়ায়
বাংলার জমিন
নিস্তার কী নাই!!
নিশীথের অন্ধকারে
সুখগুলো হারিয়ে যায়
বার বার ছলনা
বার বার আশা দিয়ে
১৯৪৭ থেকে ২০২২
অনেক নেতা এলো
মিথ্যা ওয়াদা বার বার
নিজের পকেট ভরিয়েছে
সাধীন দেশ পেলেও
আমরা আশেপাশের
দাদা বাবু কাকার অত্যাচারে
এখনও পুরাতন আমলের
জমিদারদের৷ মত বার বার
সুযোগসনদানী আমলারও
ব্যাপক দুনীতি করে
জাতির ক্লান্তিকালে
ভালো মানুষের খুব অভাব
আজ নেতা দেখলে
সালাম দিতে ইচ্ছে
করে না আর মন চায় না
হাত বাড়ায়
নেতা মুজিব ভাইয়ের দিকে
সমাধান তো পুরোপুরি
পেলুম না
মোশতাক - জিয়া-এরশাদ
হাসিনা -খালেদা
সবার কাজ কমে
আমরা হই দিশেহারা
কে কে সফল
সত্যি ইতিহাস
এর বিচার করবে
বার বার
গনতন্ত্র মানবাধিকার
জবাবদিহিতা মতপকাশ
বাংলার কারাগারে
না হয় জাদুঘরে
এতো সত্যি মিথ্যা
এতো আশা
এতো ছলনা
বার বার হাত বাড়ায়
উন্নয়ন ও উন্নয়ন
শুধু জাতির ভাগে মুলা
বাংলার নেতারা
ভালো মানুষ হউক
কথায় নয়
কাজে পরিচয় দিক
আবারও হাত বাড়ায়
মন হয় এবারও
ছলনার শিকার হবো
যা চিরকাল
বাংলাদেশের ভাগে লেখা আছে
তা না হলে
এমন ধাপ্পাবাজ ঠকবাজ
নেতাদের তথাকথিত উন্নয়ন
আমরা পেতাম না।।।