বাংলাদেশের জাতীয়
নিবাচন আসলে
অনেক চরিত্র তৈরি হয়
মহানায়কের চরিত্র
খলনায়কের চরিত্র
ইবলিশের চরিত্র।।

সরকার কখনও
গদি ছারতে
চায় না
মনে করে মামা বাপের সমিতি।।

কেউ কেউ
মাকিন ও ভারতের কারনে
ক্ষমতায় আসে
এখন না না করে
দামী পিটার হাসকে নিয়ে
হাসি ঠাট্টা চলে।।

গনতন্ত্রকামীরা বিপদে বিপদে
গনতন্ত্রের দেশরা সমথন করে
দেশ বিপদে
জেল আর কান্না
দেখার কেউ নাই।।

টকশোতে
হাসি ঠাট্টা চলে
পিটার হাসকে নিয়ে
গনতান্ত্রিক দলকে নিয়ে
হাসি ঠাট্টা
বেশি নয়।।

একটু সবুর কর
কান্না অভিনয়
রক্ত বমি হবে।
বাপের নাম
ভুলে যাবি,
গাজাখরের দল,
গজব শয়তানের সরকার।।