গ্রামকে নিয়ে
মোঃ সালেহ উদ্দিন প্রামানিক (উত্তরের পথিক)

এবার গ্রামের বাড়িতে
যাবই ইনশাআল্লাহ
মনে মনে স্থির করেছি
মাঝে মাঝে মনে হয়
শহর জীবন ছেড়ে
গ্রামে চলে যায়।

নানার পুকুরে গোসল
মিষ্টি নিঃশ্বাসে নিঃশ্বাসে
বার বার দেখা
নানা সবুজ ফসল
টম, টারজান ও শিপকে
নিয়ে গ্রাম বেড়ানো।

সবাই একসঙ্গে
শীতল পাটি বিছেয়ে
একই বরতনে খানা খাওয়া
মসজিদে নামাজে যাওয়া
সালাম দেওয়ার প্রতিযোগিতা।
গ্রামের মানুষ মিশুক
তারাও  ব্যস্ত  মাঠে
পারিবারিক নানা কাজে
তবুও তুমি পাবে
সবসময় তোমার পাশে।।

কি মিল, কি বন্ধন
কিসের গন্ধ
কিসের মায়া যেন কাজ করে
আমি ব্যাকুল ছিলাম
এমন মহব্বতের জন্য
গ্রামের মানুষ দেখে
শিক্ষা নেও সবাই।।

ষড় ঋতু জাদু দেখবে
চল সকলে
মোর সাথে
গরুর গাড়িতে।

চলমান..........