গরীবের কালবেলায় আহাজারি
মোঃ সালেহ উদ্দিন প্রামানিক (উত্তরের পথিক)
আহাজারি আর আহামরি
মানবরা ভুলে গেছে
অকাজে সবাই
কম বেশি হাজির
আনন্দ আর আনন্দ
যুবকেরা গেছে উৎসবে
যুবতীরা গেছে ভোজসভায়
এটায় কি জীবনের উদ্দেশ্য!!
কবিরা গেছে বনানীর খোঁজে
গরীবরা গেছে খাবারের
খুঁজে শোকসভায়।
গয়নারা গেছে নীরব লকারে
বন্যপ্রাণীরা অভয়ারণ্যে
বিমান উড়েছে আকাশের খোঁজে
পড়াকপাল গরীবরা হচ্ছে হন্যে।
পুরুষেরা গেছে নিভৃত মিনারে
গর্ভবতীরা প্রসূতিসদনে
কুমিরেরা গেছে নদীর কিনারে
গরীব জমছে৷ নানা দাবীতে
নানা স্থানে।।
বিপ্লব গেছে
আসল নেতাদের খোঁজে
যুবকেরা গেছে
নানা ভুয়া উৎসবে
যুবতীরা গেছে বিশিষ্ট ভোজে
অভাগা গরীবের হায় কী হবে?