গনতন্ত্রের লাল বাতি, সবুজ বাতি
মোঃ সালেহ  উদ্দিন প্রামানিক(উত্তরের পথিক)

দেশে দেশে
নানা বিপ্লব ও মহব্বতের
সুফল, কুফল রাজনীতিতে
গনতন্ত্র নানা মোড়কে
কখনও কখনও
লাল বাতি
কখনও কখনও
সবুজ বাতি।।

জনগণ জাগে
জনগণ কাঁদে
নানা যুক্তি ও বিপ্লবে
মাজা ভাঙা জনতার উন্নয়নে
নিহত আহত
লাল বাতি
থামো বলছি
সবুজ বাতি
যাও বলছি
লাল বাতি
সবুজ
লাল বাতি
সবুজ বাতি
থামো বলছি
থামো বলছি ।।

আহত নিহত জমিনে
মিছে মিছে গালগল্পে
আহত নিহত উন্নয়ন দশনে
আবার যাও
যাও যাও
লাল বাতি
লাল বাতি
কোথায় সবুজ বা
সেই ছেলে বড় হয়
বড় হ'য়ে প্রেমে পড়ে
গাড়িতেই নিকা করে।।

কেউ কেউ আণ্ডাবাচ্চা লয়ে
খবরের কাগজে আর ম্যাগাজিনে
হেড লাইনে
গাড়িতেই আহত নিহত
মানব সেবার মুখেোশে
সরকার বাহিনী
দোযখে লয়ে
তারা তারে ধরে
আর বুট-এ ভরে
তালিকা-ভুক্ত করে
সে শহিদ হয় সেই
গাড়ির কাচের পিছে
গোর দেয় তারা তারে
গাড়ির চাকার নীচে
কুপোকাত আজব ভাবনার
অসাধারণ দশনে।।

উন্নয়নের গাড়ি
সড়কেই গাড়ি আছে তাও
সবুজ বাতির ইন্তাজারে
উন্নয়নের ভাঙা গাড়ি
মাজা ভাঙা জনতার
বার বার
লাল বাতি বলে
বলছি থামো
সবুজ বাতি
যাও যাও
লাল বাতি সবুজ বাতি
গনতন্ত্রের কবরস্থান।।