হায়রে দেখলাম
তামাশাভরা আজব গজব
বাংলাদেশের নিবাচন
আজব গজবের কমিশন
আজকের নিবাচন কমিশন
ভোট চোর
রাখে না খবর
২%ভোট হয়েছে কিনা
সবার সন্দেহ
তামাশা দেখ
গনতন্ত্রের কবরস্থান
নিবাচনের কবরস্থান দেখ।।
শোন বন্ধু সকল
দেউলিয়া ডামি নামি প্রাথিদের
শিশুরা ভোট দেয়
রিকসায় রিকসায়
মাজা ভাঙা লোকরা
৪০% ভোট হয়েছে
বলছে আজব গজব
নিবাচন কমিশন
মিথ্যা তথ্য
তবুও সরকার গঠিত হবেই
গনতন্ত্রকে কবর দিয়ে।