জিজ্ঞাসা শুধু একটাই
মোঃ সালেহ  উদ্দিন প্রামানিক (উত্তরের পথিক)

জিজ্ঞাসা একটাই,
তোরা কবে,
বাংলাদেশ থেকে পালাবি।
গদিচ্যুতের ভয়,
ভন্ড শাসক ও নেতার হয়।
আজ শহরের ও
গ্রামের প্রতিটি মানুষের-
বর্ষার ছাতা, শীতের কম্বল,
গরমের মুক্ত হাওয়া।
আর ঝড়ের মুখে
প্রকাণ্ড এক দেওয়াল-
দীর্ঘ  বিশ্বাসের।
ভন্ড, মাদার মাফিয়া শাসকের
কোন দাম নাই
ছলনা আর ছলনা
দীর্ঘ মুখস্থ বুলি ছাড়া।


নিজ নিজ ব্যাপারে
সকল নেতারা
চরম বেইমান ও ধোঁকাবাজ
এরাই মৃত্যুশয্যায়
একরাশ অবহেলায়;
আর, লাশ হলে –
স্বার্থরা “আমাদের লোক”
বলে স্লোগানে মাতে…
হয়তো বা স্লোগানের মাঝেই
কোনো পকেটে জামিনের কাগজটা…
এদেরই খবর ছাপে তখন,
আসলে যখন বিক্রি হয় রকমভেদ।।


চোখের সামনেই
এমন করেই
কিছু কিছু প্রানেরই অকালমৃত্যু ঘটে।
এরা যখন বেঁচে-
তখন চিনিনা,
মায়াকান্নায় ছলে
মরনেই পরিচিতি।
মরনেই প্রত্যেকের
প্রানে মনে জন্ম নেওয়া
আর ভীষণভাবে বেঁচে থাকা।


কিন্তু জিজ্ঞাসা একটাই-
সেই বেঁচে থাকা
মমতাহীন শাসকের
কি মানবতায় প্রান যোগায়?
সব শাসক নিজ ধান্দায়
না কি,
নিজ প্রানের ভয়ের।।


দেখিয়ে দেখিয়ে
বেছে বেছে
জিজ্ঞাসা করা দায় হয়
কখনও কখনও
তবুও কিছু জনগণের
শেকড়ে পানি  ঢালে?


গনতন্ত্র, জবাবদিহিতা
এভাবে হয় না
মাফিয়া শাসকরা মরে কম
জিজ্ঞাসা করলে
নিঘাত জেল,গুম,কবরস্থান
সহজ হিসাব।।