ঈদ ও আনন্দ
মোঃ সোহাগ প্রামানিক (উত্তরের পথিক)
সকল মুসলিম ভাই
পরস্পর সালাম ও মোবারকবাদ
বার বার জানায়
চল দেখি
মোরা সকলে
আকাশে উঠলো
মায়াবী শাওয়ালেরি চাঁদ।।
চল ভুলে
সকল ঝগড়া বিবাদ
ভুলে সকল
ধর্ম ও নানা জাতপাত
মিলাই সকলে
একে অপরের কাঁদেকাঁদ ।
এলো খুশির ঈদ
বাঁজবে চারদিকে
বাজবে মানবতার গীত
খুশীর গীত
গগনে বন্দী পাখীরাও
আজ ডানা মেলে
মনের আনন্দে
মুক্ত মতে উড়বে
গায়বে মওলার জয়গান।।
ঘরে ঘরে
ভরে উঠবে
আনন্দের কলরবে ।
শিশু কিশোর
বৃদ্ধ জোয়ান
ধনী আর গরীব
নাই ভেদাভেদ
করবে কুলাকুলি
সবই যে
আজ হলো এক সমান
গাইবে মুখে মুখে
শুধু আনন্দের গান ।
ঈদের শিক্ষা
নেই সবাই দীক্ষা
পৃথিবীতে বন্ধ হবে
সংঘাত ও হানাহানি।
ঘরে বইবে আনন্দের মেলা
থাকে যেন এই আনন্দ
সকলেরি মনে
সারাটি জীবন সারাটি বেলা
আল্লাহ মালিক মোদের
ঈদুল ফিতরে
সবাইকে আনন্দে,
সবাইকে সুখে,
মিলেমিশে একাকার,
বেশি বেশি মহব্বত পয়দা কর,
সবার মোনাজাত কবুল কর।।