দিন আসে
আবার চলেও যায়
তবে কষ্ট ফুরিয়ে যায় না
নতুন নতুন ঝামেলা তৈরিও হয়।।
কিছু কিছু লোকের
কিছু কিছু শাসকের
অপরাধের কৃতি দেখলে
ছলনার অভিনয় দেখলে
হাসব না কাঁদব
ভেবে পায় না।।
কিছু কিছু নেতা
কিছু কিছু লোক
কিছু কিছু নামীদামি লোক
হাজার অপরাধ করলেও
কিছু কিছু জানোয়াররুপী
কিছু কিছু জ্ঞানপাপী ছাগলরা
নামে মানুষ তাদের সমথর্ন করে।।
এমন নেতাকে
এমন আমলাকে
এমন দামীনামী লোককে
দোয়া নয়
সবসময় অভিশাপ
করতে ইচ্ছে করে
বার বার বলতে ইচ্ছে করে
আবার তোরা মানুষ হ।।