ভালোবাসার নতুন সাগরে
দিন রাতের খেলা চলে
প্রেম তো অসত যায় না
বার বার কূলে
জেগে ওঠে
মহাকালের গহ্বরে
তখনও হৃদয় থাকে অম্লান
বন্দরে বন্দরে
নতুন সাগরের মোহনায়
প্রেমের ছায়া সবসময়
দিন রাতের আড্ডায়
শুধু তোমার সাথে
নিরালায় মিষ্টি আহবানে
আকাঙ্ক্ষা থাকে বেশি
শিশিরের মত
অল্প সময়ের সাথী হয়ে
বার বার দিন আসে
রাত আসে
আড্ডা হয়
জীবন চলে
জীবনের সমীকরণে
আড্ডাগুলো যেন স্মৃতি
হয়ে রয়।।