ধ্বংস সময়ের ব্যাপার
ভয়ংকর মৃত্যুর অপেক্ষায়
আধুনিক মানব সভ্যতার মৃত্যু
মানবরায় একমাত্র দায়ী
নিজেদের লজ্জা
নিজেদের মানবতা
পানিতে ফেলে।।
কখনও কখনও দেখা যায়
কেউ কেউ এগিয়ে আসে
নিজ নিজ ধান্দায়
গরম কিংবা শীত
সবচেয়ে বেশি ক্ষতি
মানব সভ্যতা ও
জীব বৈচিত্র্যের।।
এক সময়
ইতিহাস জানাবে
আধুনিক যুগের
মানবরা ধ্বংস হয়েছিল
তীব্র শীত কিংবা গরমে
আধুনিক মেশিন চরম অপ -ব্যবহারে
বেশি বেশি পরিবেশ
বেশি বেশি সংঘাত হানাহানিতে।।