দেশলাই চাই

কয়েক দিন ধরে
মন যেন
কিসের গন্ধ পাচ্ছে
দিন দিন মানুষকে
বদলাতে দেখি
টোকাই এখন এমপি
নায়িকা গায়িকারাও এমপি
নমিনেশন কিনলেই এমপি
কিসের ভোট
কিসের জনগণ
খারাপ ভালো সবাই মানুষ
মানুষ আজ খারাপের ধজাধারী।।

হাত থাকত মোর
আগুন দেশলাই
যা সবসময়
জালিয়ে দেয়
একটি জীবন্ত শরীর,
সব অঙ্গ ভঙ্গি
নানা পদোন্নতি,
সবার একটি সংক্ষিপ্ত গল্প
কেউ সুখ পায়
কেউ দুঃখ পায়
অন্যায়ে, দাবী আদায়ে
জ্বলে ওঠে জনগন
গনতন্ত্র  তাকে দেয়
শান্তির আবাস,
এমন কী বেচে
থাকার সুস্থ শরীর;
একটি গতিময় আকার
সঞ্চরমাণ, খুব দ্রুত।

একটি মাথা
দেশ চালায়
ন্যায় অন্যায়
মানে না
জনগণ রাস্তায়
চায় দাবী আদায়।
সংঘর্ষে, সংঘর্ষে
রক্ত আর রক্ত
কালো,লাল, নানা রঙের
কেউ মরে
কেউ জেলখানায়
কেউ গুম হয়
কেউ মুনাফেক হয়
আমায় দেশলাই দেও
আগুন দেব
জালিম,দাজজাল শাসকের গায়।

গনতন্ত্র, মানবতা
বার বার ব্যাকুলতা
জালিমের হিংসার
শিখায় জ্বলতে পারে,
খেলার মাঠে
স্টার্টারের পিস্তলের
মতো তখন এর শব্দ
তাই আমায় দেশলাই দেও।

জনগণকে নানা বাহানায়
নানা ট্যাবলেটে সিরাপে
বোকা বানানো সম্ভব নয়
মানবতা জাগলে
কিন্তু যে মুহূর্তে ধরা খাবে
শিখা সরল রেখায়,
দ্রুত— জাহাজের পাল
ঝুলে পড়ার মতো।


শাসকের ভন্ডামীর
কাঠের রূপালী
বর্ণে উঠে আসে,
ভন্ডরা জানে
তাকে ছোঁয়া মাত্রই
জনগণ তাদের জীবন
কালো করে দেবে
গনকবরে রেখে যায়।।

তাই দেখি
গনতন্ত্রের লেবাসে
সাধু সেজে
ভন্ড নেতা
ভন্ড নেএী
ভন্ড শাসক
হেন কন্যা
তেন কন্যা।
গজব আজব উন্নয়নে
দাবীদার ভন্ড শাসক,
দূর করতে
আমার দেশলাই চাই।
গনতন্ত্রের দেশলাই চাই
আগুন দেব
জালিয়ে দেব
সব অপকর্ম।
গনতন্ত্র মুক্তি পাক
সৈরশাসক নিপাত যাক।।